ঢাকা, শনিবার, ১৮ মে, ২০২৪

কলাপাড়া এক পথচারী সহ চার দোকানীকে অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমিান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ৫০ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপর দুইটায় পৌর শহরের চৌরাস্তা ও উজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। 


ভ্রাম্যমান আদালতে বে  সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের চৌরাস্তা এলাকার ফার্নিচার ব্যবসায়ী ইউনুচকে ১ হাজার টাকা, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের কাপড়ের দোকানী দুলাল হাওলাদারকে ২ হাজার টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার টাকা ও কাপড় ব্যবসায়ী মঞ্জু গাজীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় ইলিয়াসকে ৫০ টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারীর কমিশনা (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নিমূর্ল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

ads

Our Facebook Page